জলঢাকায় দক্ষিণ চেরেঙ্গা মাস্টারপাড়া জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন
https://www.obolokon24.com/2021/04/blog-post_34.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় দক্ষিণ চেরেঙ্গা মাস্টারপাড়া জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে পৌরসভার দক্ষিণ চেরেঙ্গা মাস্টারপাড়ায় এই মসজিদ নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। মসজিদ কমিটির সভাপতি প্রভাষক রিজভী আহমেদ শাওনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জমি দাতা দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের সহধর্মিণী ও বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, জমি দাতা জেলেখা বেগম, আছাতন বেগম, প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, বিশিষ্ট ব্যবসায়ী এয়াকুব আলী, প্রভাষক সাদের হোসেন, উপজেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক মর্তুজা ইসলাম, দাতা সংস্থার স্থানীয় প্রতিনিধি জামিয়ার রহমান, সমাজসেবক জাকির হোসেন মুকুল, আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সদস্য আনিছুর রহমান, সামছুল ইসলাম, মনছুর আলী পুশু, সিরাজুল ইসলাম, মোকলেছার রহমান ও সোলায়মান আলী প্রমুখ। উল্লেখ্য দক্ষিণ চেরেঙ্গা মাস্টারপাড়া এলাকায় কোন মসজিদ না থাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম প্রফেসর আহমেদ হোসেন মসজিদের নামে ১০ শতক জমি দান করেন।