জলঢাকায় বিট পুলিশিং কার্যক্রম ও উঠান বৈঠক অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2021/04/Jaldhaka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বিট পুলিশিং কার্যক্রম ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান। এতে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, এসআই ওসমান গনী, বিট পুলিশিং অফিসার এসআই অজয় কুমার রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার প্রমুখ। এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন কার্যকরে থানা পুলিশের সচেতনতামূলক কার্যক্রম আরো জোড়দার করার আহবান জানান। এছাড়াও মাদক, জুয়া, শিশু ও নারী নির্যাতন বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কার্যক্রম বেগবান করার কথা বলেন। জলঢাকা থানা পুলিশের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহন করে। ###