সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

৮ মার্চ (সোমবার) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস- ২০২১। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে আলোচন াসভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নহার শাহজাদী।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা, সৈয়দপুর পৌরসভার নারী কাউন্সিলর কাজী জাহানারা বেগম ও শহরের শহীদ তুলশীরাম সড়কের লাকী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী অধ্যাপিকা মোছা. সালেহা আহমেদ লাকী প্রমূখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মহিলা উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেষে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ল্যাম্ব’র পক্ষ নারীর উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন নারীকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী ওই পুরস্কার তুলে দেন। 


পুরোনো সংবাদ

নীলফামারী 6750890043556540995

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item