সৈয়দপুরে সাংবাদিক জসিম উদ্দিনের পিতার ইন্তেকাল
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি ও সৈয়দপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জসিম উদ্দিনের বাবা আলহাজ্ব ছাবেদ আলী বার্ধক্যজনিত কারণে বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর তাঁর জানাজার নামাজ গ্রামের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রাফিকা আক্তার জাহান বেবী, স্থানীয় জাপা (এ) নেতা ও বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এ্যমপাথির প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম, জাপা নেতা ডা. মো. সুরত আলী বাবু, জিএম কবির মিঠু, সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, ব্যবসায়ী তোফায়েল আজম সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্ সহ সৈয়দপুর ও নীলফামারীতে কর্মরত সকল সাংবাদিকরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।