ডোমারে সপ্তাহ ব্যাপি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে সপ্তাহ ব্যাপি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গোমনাতী বাজার রংধনু গার্মেন্টস এন্ড কসমেটিক্স আয়োজিত সোমবার (৮ই মার্চ) বিকাল ৫টায় গোমনাতী হাইস্কুল মাঠে উক্ত ক্যাম্পের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়।

রংধনু গার্মেন্টস এন্ড কসমেটিক্স এর সত্বাধীকারী লিমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এমএ কবির হোসেন দুলু, অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রভাষক দেলোয়ার হোসেন (অবঃ), সমাজ সেবক আফজাল হোসেন চৌধুরী হিরো, আহম্মেদ ফয়সাল শুভ, শাহাজাহান সরকার, শিক্ষক আব্দুর রহমান, হারুন অর- রশিদ বাবুল, রুমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের জেইন বিশ্ববিদ্যালয় (এসআইআই স্কলার) অমিত সিংহ'র সার্বিক ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে ক্যাম্প পরিচালনা করেন, আসাদুজ্জামান সংগ্রাম, ফিরোজ রাব্বানী, মোসলেম সরকার, ফারহান রেজা অন্তু, হাবিব ইসলাম, সোহেল রানা বিন্দু , সাজ্জাদ হোসেন, রিপন রুদ্র, রাজু, মশিউর, মুন,

সোহেল আহম্মেদ, সুইন চৌধুরী, এমএইচ অভি, সিয়াম চৌধুরী, ফুয়াদ চৌধুরী, আজিমুল হক, আসিফ রেজা, ফাহিম, এমএইচ তিব্র, সাইফ সরকার। প্রচারে সেলিম রেজা।

উল্লেখ্য-আয়োজক কমিটির উদ্যোগে মানুষকে করোনা টিকা প্রদানে উদ্বুদ্ধ করতে এলাকার প্রত্যেকটি গ্রামে নিজস্ব অর্থায়নে মাইকিং ও প্রজেক্টরের মাধ্যমে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, ডাঃ রায়হান বারী, ডাঃ মেজবাউর রহমান (জলঢাকা), ডাঃ হিরা, ডাঃ রয়েল উপস্থিত ছিলেন।

গত ১ মার্চ উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় এবং অদ্যবধি প্রায় ৫ শতাধিক মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ফ্রি ্ররেজিষ্ট্রেশন করানো হয়। তাদের এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।


পুরোনো সংবাদ

নীলফামারী 1988550159703493425

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item