ডোমারে কোভিড-১৯ পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
https://www.obolokon24.com/2021/03/domar_10.html
আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার ঃ নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে আজ বুধবার সাড়ে ১১ টায় কোভিড-১৯ পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে । অধিকার প্রতিষ্টার মাধ্যমে নারী ও কন্যাশিশুর সুরক্ষা প্রকল্প ,পল্লীশ্রীর ,প্রকল্প সমন্বয়কারী তহিবাতুন নেহার প্রীতির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ । পল্লীশ্রী ,নীলফামারীর আয়োজনে এ সভায় অংশ গ্রহন করেন সরকারী - বেসরকারী সেবাদানকারী প্রতিষ্টানের ২৫ জন প্রতিনিধিবৃন্দ । এ প্রকল্পের সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন,ঢাকা । এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রওশন কানিজ,ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম,সহকারী অধ্যাপক লিনা মাশরাফী,প্রভাষক আবু ফাত্তাহ কামাল (পাখি),উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,পাংগা মটুকপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম,পল্লীশ্রীর প্রজেক্ট অফিসার এস,এম মোস্তাফিজুর রহমান, প্রজেক্ট ফ্যাসিলিটেঁর কুলসুম ভলান্টিয়ার জ্যৌতি বিকাশ প্রমৃখ ।
বক্তারা বলেন,ভুমিতে নারীর অধিকার নিশ্চিত করা,কন্যা শিশুকে বিদ্যালয়ে প্রেরন,পুরুষদের বুঝিয়ে সহিংস থেকে ফিরিয়ে আনা,আবেগতারিত হয়ে আত্মহত্যা না করতে পদক্ষেপ নেওয়া,পুরুষদের মানষিকতা পরিবর্তন ,উঠতি বয়সি ছেলেদের উশৃঙ্খলতা থেকে বুঝিয়ে প্রতিরোধ করা, এ করোনাকালে অনেক মেয়েদের বাল্য বিবাহ,গার্মেন্টেসে যাওয়া প্রতিরোধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন ।