ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক এক


মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ সোহেল (৩৬) নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ফুলবাড়ী ২৯ বিজিবি’র সদস্যরা। আটক সোহেল (৩৬) কাজিহাল ইউনিয়নের ঝাঝিরা গ্রামের মো. আনছার আলী’র ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার কাজিহাল ইউপির রুদ্রানী সিমান্ত এলাকায় চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার ঝাঝিরা গ্রাম থেকে ৬৯পিছ ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রুদ্রানী বিওপি’র নায়েব সুবেদার মো: আমির হোসেন বাদী হয়ে আটক সোহেল এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং (১৪)।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফুল্লাহ আবেদ বলেন,আটক সোহেল রানা দির্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত ছিলো,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবির আওতাভুক্ত রুদ্রানী সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে,চোরা চালানের সময় বিজিবি’র টহল দল, ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে আটক করে ফুলবাড়ী থানায় সর্পোদ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি তদন্ত মো: মাহামুদুল হাছান জানান, বিজিবি সদস্যরা ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে আটক করে থানায় সর্পোদ করে মামলা দায়ের করলে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


পুরোনো সংবাদ

দিনাজপুর 1865297791828787746

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item