সৈয়দপুরে হাজারীহাট কলেজের প্রভাষক বাবর আলীর পিতার ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সিনিয়র প্রভাষক মো. বাবর আলীর পিতা আফতাব উদ্দিন বার্ধক্যজনিত কারণে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টায়  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয় -স্বজন,বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর  সৈয়দপুর শহরের নিয়ামতপুর শুকনা মাছ আড়ৎ জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর  জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম আফতাব উদ্দিন ছিলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোছা. ফিরোজা বেগমের শ্বশুর।

তাঁর মৃত্যুতে নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. মনছুর আলী চৌধুরী, অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, কাশিরাম বেলপুকুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুন্নবী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।                                                        

পুরোনো সংবাদ

নীলফামারী 7244465623387331124

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item