সৈয়দপুর পৌরসভা নির্বাচন-প্রিজাইডিং অফিসারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা সাধারণ নির্বাচন - ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সৈয়দপুর নির্বাচন অফিস উপজেলা মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান এবং নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও  সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ সভায় সভাপত্বি করেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান প্রমূখ।

মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমসহ পৌরসভা নির্বাচনের ৪১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন -২০২১ অনুষ্ঠিত হবে।  সৈয়দপুর পৌরসভার ১৫ ওয়ার্ডে ভোট গ্রহনের জন্য ৪১টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।

 


পুরোনো সংবাদ

নীলফামারী 1391212234933986244

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item