নীলফামারীতে দিন দিন করোনা টিকা গ্রহনে বাড়ছে আগ্রহ॥ ৮ দিনে টিকা নিলেন ১৪ হাজার ৪৬০ জন
https://www.obolokon24.com/2021/02/n_16.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ নীলফামারীর ৬টি সকারী হাসপাতালগুলোতে আসা চল্লিশোর্ধ্ব মানুষের ভিড় দিন দিন আগ্রহ বেড়েই চলেছে। জেলার গণটিকাদান কর্মসূচির গত ৭-১৫ ফেব্রুয়ারী সোমবার(১৫ ফেব্রুয়ারী/২০২১) অষ্টম দিনে ৪ হাজার ২০৪ জন নারী সহ মোট টিকা নিয়েছেন ১৪ হাজার ৪৬০ জন।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করে বলেন, আজ সোমবার ১ হাজার ১৮১ জন নারী সহ মোট টিকা গ্রহণ করেন ৩ হাজার ১৯০ জন। এর মধ্যে জেলা সদরে ৩৩০ জন নারী সহ ৮৯০ জন, সৈয়দপুরে ২২৪ জন নারী সহ ৫৮০ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ৯ জন নারী সহ ১২০ জন, ডোমারে ২২২ জন নারী সহ ৫০০ জন, ডিমলায় ১২১ জন নারী সহ ৩৪০ জন, জলঢাকায় ১৫০ জন নারী সহ ৪৫০ জন এবং কিশোরীগঞ্জে ১২৫ জন নারী সহ ৩১০ জন। তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারী থেকে আজ ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কোনো নারী পুরুষ অসুস্থ হয়নি।
সুত্রমতে, জেলায় আসা ৬০ হাজার ডোজ টিকা দুই দফায় ৩০ হাজার জনকে প্রদান করা হবে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ। #