জলঢাকায় জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2021/02/jaldhaka_15.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মুজিববর্ষের আহবান, যুবদের কর্মসংস্থান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে যুবদের সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের উপর আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান ও আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় তিনি বলেন সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করতে পারে প্রশিক্ষিত যুবসমাজ। এমনকি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও কোভিড ১৯ মোকাবেলায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে জানান তিনি। তাই তিনি যুব সমাজকে সকলধরনের জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণের আহবান জানান। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৫৫ যুবক ও যুবতী অংশগ্রহণ করে।