যুব সংগঠনের উদ্দোগে করোনার টিকা প্রচারনা ও নিবন্ধন ৬টি ইউনিয়নে
https://www.obolokon24.com/2021/02/corona_15.html
নীলফামারী ডোমার উপজেলায় ৬টি ইউনিয়নে ১৭টি যুব সংগঠনের সহায়তায় করোনা টিকা প্রচারনা ও নিবন্ধন শুরু হয়েছে। এতে সহযোগীতা করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)ও একশনএইড বাংলাদেশ । তারা কমিউনিটিতে, বাজারে, কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদের সামনে করোনা টিকা প্রচারনা ও নিবন্ধন বুথ চালু করেছেন । তাদের সামনে ভীড় করেছেন নানা বয়ষের নারী-পুরুষ। করোনা নিবন্ধনে দায়িত্বে ছিলেন ৬টি ইউনিয়নের যুব সদস্য আর ও সহযোগীতায় ছিলেন মোছা তৌহিদা আফরিন ইন্স্জপেরোটার একশনএইড বাংলাদেশ,মোঃ নুরন নবী ইসলাম ও মোঃ আমিনুণ ইসলাম প্রোগ্রাম ফ্যাসিলিটেটর উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)নীলফামারী। করোনা নিবন্ধনে দায়িত্বে তারা বলেন আমরা ২০০ জনের নিবন্ধন করে দেওয়া হয়েছে এবং করোনা টিকা চলমান আছে ।মোঃ দুলাল শাহ ইউপি সদস্য ২নং কেতকী বাড়ী ইউনিয়ন পরিষদ বলেন সরকারী উদ্দেগে সহজে পাচ্ছি এটা সকলের গ্রহন করা উচিত বলে আমি মনে করি। মোছা রহিমা বেগম বলেন “করোনার টিকা নিবন্ধন গ্রামে এসেছে খুব ভালো হয়েছে। আমরা এটা খবর জানি না”। এখন নিবন্ধনের বিষয়টি জানা জানি হয়েছে। অনেকের আগ্রহী নিবন্ধনের জন্য।