বর্তমান সরকার কৃষি বান্ধন সরকার-এমপি আদেল
https://www.obolokon24.com/2021/02/blog-post_31.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ আমাদের দেশ কৃষি প্রধান দেশ। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সকল প্রাকৃতিক দুর্যোগে সরকার কৃষকদের জন্য প্রণোদনা, সার, বীজ এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহ অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রনালয়ের আওতায় ৩ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পে এসব কর্মসুচি পরিচালিত হচ্ছে। কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষিকে সমৃদ্ধ করতে বিশেষ গুরুত্বারোপ করায় আলু উৎপাদনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং সবজি উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামুল্যে কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরনের সময় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুর বিভাগ কৃষি ও উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত পরিচালক (উদ্যান)মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান প্রমুখ। অনুষ্টান শেষে উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১ টি কৃষক সমিতির মাঝে বিনামুল্যে ধান মাড়াই,ভুট্টা মাড়াইসহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ বিতরন করা হয়।