ডোমারে সাবেক হুইপ আবদুর রউফ এর বিশ^স্ত সহযোগি আজিজার মিয়া আর নেই


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বিশ্বস্ত সহযোগি আজিজার মিয়া (৯৫) আর নেই।

তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল ৫টায় বাগডোকরা নিজবাস ভবনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লা - - - রাজিউন)। তিনি উক্ত গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। বুধবার সকাল ১০টায় বাগডোকরা তেলীপাড়া ঈদগাঁহ ময়দানে জানাজার নামাজ শেষে পাশ্বে কবর স্থানে দাফন করা হয়। তার বাড়ী ছিল উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা গ্রামে। ১৯৭১ সালে পাকসেনাদের নির্যাতনের শিকার হয়ে সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের কাছে আশ্রয় নেয়। সেই থেকে বাগডোকরায় অবস্থায় করেন তিনি। তৎকালীন সময় আবদুর রউফ সাহেব হুইপ নির্বচিত হন এবং একাধীকবার সংসদ সদস্য ছিলেন। ওনার স্ত্রী ফরিদা রউফ আশা একবার সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন। তখন থেকে আজিজার মিয়া আবদুর রউফ সাহেবের বিশ্বস্ত সহযোগী হিসাবে দ্বায়িত্ব পালন করেন এবং একাধীকবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে যান তিনি। তার জানাজায়, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, ইউপি সদস্য রাশেদুজ্জামান রাশেদ, সাবেক সদস্য মাহাবুব উল ইসলামসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। তিনি ২ছেলে ৪মেয়ে, ১৭জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।  


পুরোনো সংবাদ

নীলফামারী 3307212337743029998

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item