বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা নীলফামারীতে যুব মহিলা লীগের মানববন্ধন ও বিক্ষোভ
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন সমাবেশ করেছে জেলা যুব মহিলা লীগ। বৃহস্পতিবার(৩ ডিসেম্বর/২০২০) বিকাল চারটার দিকে শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা মহিলা লীগের সভাপতি রোকেয়া ইসলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়, কিন্তু মানুষ সজাগ রয়েছে। #