নীলফামারীতে ‘ব্যাংক এশিয়া’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী’ উদযাপন
https://www.obolokon24.com/2020/12/ba.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ ব্যাংক এশিয়া লিমিটেড এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ডিসেম্বর/২০২০) দুপুরে নীলফামারী পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোগে পৌর সুপার মার্কেটে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সভাপতি ও ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক হোসেন খান মানিক এর সভাপতিত্বে এসময় প্যানেল মেয়র ঈসা আলী, নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান, সভায় নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, ব্যাংক এশিয়ার জেলা ব্যবস্থাপক উজ্জল আলী, পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী আখতারুজ্জামান স্বপন কাউন্সিলর আব্দুল জলিল ও কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার এজেন্ট ও নীলফামারী পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রানা ইসলাম সভা সঞ্চালনা করেন। পরে ব্যাংকের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ব্যাংক এশিয়া মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে। এরফলে সঞ্চয়ী মনোভাব তৈরি এবং ব্যাংকি সকল সুবিধা হাতের নাগালে পেতে শুরু করেছেন তৃণমুল পর্যায়ের মানুষরা। #