পার্বতীপুরসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলে রেল সেবা সপ্তাহের উদ্বোধন
https://www.obolokon24.com/2020/12/Dinajpur.html
আমাদের সাধনা-সেব, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীর জনকের জন্মশত বার্ষিকিতে রেল সেবা ও নিরাপত্তা ২০২০ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ০৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রেল সেবা সপ্তাহ চলবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ৬টি স্থানে আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পার্বতীপুর রেলওয়ে জংশন সহ লালমনিরহাট, খুলনা, ঈশ্বরদী, সান্তাহার ও রাজশাহীতে একই সময়ে সেবা সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন-রেলওয়ে পশ্চিম জোনের প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধান ভ‚-সম্পত্তি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক মোঃ জয়দুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রোখসানা বারী রুকু, পার্বতীপুর রেলওয়ে ডিজেল কারখানার ওয়ার্কস ম্যানেজার মোঃ হাসানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরিশেষে রেলওয়ে স্টেশন চত্তরে বর্ণাঢ্য র্যালি ও আন্তনগর ট্রেন যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে অভিবাদন জানানো হয়।