নীলফামারীতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা
https://www.obolokon24.com/2020/11/nilphamari_91.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী॥ ‘প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাগরিক সচেতনতা’ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার(১৪ নভেম্বর/২০২০) বিকাল ৩টায় নীলফামারী শহরের লোকার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেমক্রেসিওয়াচ এর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াহিদ ফিরোজ’এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিউট এর প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, প্রশিক্ষক শহিদুল ইসলাম।
আয়োজক সংস্থা ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ কামাল হোসেন জানান, দলিত সম্প্রদায়ের জীবন মান উন্নয়নসহ, সুশাসন, অধিকার ও বাস্তবতা নিয়ে ধারণা দেয়া হয় দুইদিনের প্রশিক্ষণে গতকাল শুক্রবার(১৩ নভেম্বর) সকালে শুরু হয়। এতে হরিজন সম্প্রদায়ের ৩৪জন অংশগ্রহণ করেন। এরমধ্যে ১৭জন নারী ও ১৭জন পুরুষ ছিলেন। #