কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি’র চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক ১৮ জন হতদরিদ্র নারীর ভিজিডি’র চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাতের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে মতামতসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার (আহবায়ক), উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক (সদস্য), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন (সদস্য)।
জানা গেছে, উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়নের ১৮ জন হতদরিদ্র নারী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।