ডিমলায় আইন-শৃংখলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
: নীলফামারীর ডিমলায় আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯-নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।


সভায় ডিমলা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার আবুল কাশেম মন্ডল, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার হারুন অর রশিদ, থানারহাট কোম্পানী কমান্ডার রহমতুল্লাহ, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক সহ সাংবাকি বৃন্দ উপস্থিত ছিলেন।


উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, যেহেতু বাংলাদেশের মধ্যে উত্তর বঙ্গের শেষ সীমান্ত ঘেষা উপজেলা হচ্ছে ডিমলা উপজেলা, সেহেতু সীমান্ত দিয়ে কোন ভাবেই যেন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আসতে না পারে সেদিকে সতর্ক রেখে চোরাচালান রোধ করতে হবে আইন-শৃংখলা বাহিনীকে। খেয়াল রাখতে হবে কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। সেই সাথে তিনি নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকার আহবান জানান। সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1496310357573377685

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item