পীরগাছায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সর্বস্ব লুট


পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে একটি পরিবারের সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।  এ ঘটনায় পরিবারের ৩ সদস্য গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আহতদের উদ্ধার করেন এলাকাবাসী।

এর আগে বৃহস্পতিবার রাতে কোন এক সময় উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের আশরাফ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে আশরাফ আলীসহ পরিবারের ৩ সদস্য রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতেই ঘুমিয়ে পড়াদের অজ্ঞান হওয়ার বিষয়টি নিশ্চিত হয় দুর্বৃত্তরা। পরে তারা বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে থাকা একাধিক আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।  সকালে আশরাফ আলী ও তার পরিবারের সদস্যদেরকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।


স্থানীয়দের ধারণা নলকুপের পানিতে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা ছিলো। রাতে সেই পানি পান করে পরিবারের সমদ্যরা অজ্ঞান হয়ে পড়েন। পরে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা সর্বস্ব লুট করে নিয়ে যায়।

আশরাফ আলী জানান, মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে স্বর্ণালংকার তৈরী ও টাকা জমা করে রেখেছিলেন। 

উপজেলার কান্দি ইউনিয়নে গত এক মাসে আরো ৫টি পরিবার চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সর্বস্ব লুটের শিকার হন।


পুরোনো সংবাদ

রংপুর 6198270118330768695

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item