হরিপুরে জমিদারবাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন
https://www.obolokon24.com/2020/07/thakurgaon_15.html
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ গেটে ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে করার জন্য এক মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনসাধারণ।
এ সময় বক্তারা বলেন, একটি জেলা চিহ্নিত হয় ঐতিহ্যবাহী স্থাপনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে। জেলার হরিপুর উপজেলায় তেমনি অবস্থিত এ রাজবাড়ীটি।
রাজবাড়ীটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় টানা বর্ষণে তা ধসে পড়তে শুরু করেছে। এখনই মেরামত করা না হলে জেলার ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়। তাই রাজবাড়িটি রক্ষায় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, তানজিরুল ইসলাম, রাকিব হাসান রিয়াদ, সালমান খান ফারসি, আসিফ ইকবাল আকাশ, মুরাদ হোসেন, মাহিম সরকার, উজ্জল হাসান রাজবির, মাসুদ রানা, শাইফ মুনতাসির, মহিদুর সরকার বাপ্পি, লিয়াকত আলী বাপ্পি, সাকিব হাসান রিয়াল, আরিফ হোসেন, রকি ইনসান, শাহরিয়ার আহম্মেদ সিগ্ধ, নাবিদ হাসান রানা, ফারহান তানভীর, আসিফুল হোসেন আসিফ, প্রমুখ।