পল্লীশ্রী সহযোগিতায় ৬শত দুস্থ্ পরিবার পেলো ত্রান সহায়তা
https://www.obolokon24.com/2020/07/pollesree.html
কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা পল্লীশ্রী’র উদ্যোগে দুস্থ্যদের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার কাজিহাল ইউপি চত্তরে বিএমজেডও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের সহযোগীতায় পৃথক পৃথক ভাবে উপজেলার ৭টি ইউনিয়নের ৬শত হতদরিদ্রদের মাঝে পল্লীশ্রী প্রোসপেক্ট প্রকল্পের আয়োজনে এই ত্রান বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে ত্রান সামগ্রী তুলেদেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম,উপজেলা সমাজসেবা কমর্কতা মোঃ আখতারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন,পল্লীশ্রী প্রকল্পের মোঃ মোস্তফা কামাল, প্রকল্প সমন্বয়কারী পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্প, এরিয়া কো-অডিনেটর মোছাঃ ফারহানা সিদ্দিকী, ফিল্ড ফ্যাসিলিটেটর এসএম শামীমা নাছরিন, এসএম মাজেদুর রহমান, শাহানাজ বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লীশ্রী প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মোছাঃ ফারহানা সিদ্দিকী।