কিশোরগঞ্জে মাদক কেনাবেচার দায়ে ব্যবসায়ীর দুই বছরের কারাদন্ড

কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা-

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার  বড়ভিটা  বাজারে নুরুজ্জামান (৩০) নামে এক  মাদক ব্যাবসায়ীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  রবিবার বিকাল সারে ৫ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ এ সাজা দেন।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ    বড়ভটিা কৃষিব্যাংক সংলগ্ন নুরুজ্জামানরে হোটেলে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী নুরুজ্জামানের কাছ থেকে ১০ টোপলা গাজা উদ্ধার করে পুলিশ।  আটককৃত মাদক ব্যবসায়ী বড়ভটিা বাজারস্থ মৃত পাগলু মামুদের ছেলে। নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা  নিবার্হী অফিসার আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীক ২ বছরের কারাদন্ড প্রদান করেন।
কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ বলেন, ওই হোটেল ব্যবসায়ী হোটেল ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করে আসছিল, ভ্রাম্যমান আদালত তাঁকে দুই বছরের কারাদন্ড প্রদান করেছেন,  আসামী কিশোরগঞ্জ থানা হাজতে রয়েছে, আগামীকাল(আজ) সোমবার তাকে  নীলফামারী জেল হাজতে পাঠানো হবে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item