এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকীতে পাগলাপীর সহ সদর-৩ আসনে বিল বোর্ডে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের (১৪ই জুলাই) প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীর ও সদর উপজেলার পাঁচ ইউনিয়ন সহ রংপুর সদর-৩ আসনের বিভিন্ন রাস্তার মোড়ে, বিল্ডিং স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানে ও দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত এরশাদের ছবি সংবলিত কালো বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন, সাইন বোর্ড লাগানো হয়েছে। রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, সদস্য সচিব গোলাম মোস্তফা, যুগ্ন আহ্বায়ক আব্দুল মতিনের নেতৃত্বে সহ জাতীয় পার্টির সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু এরশাদকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে লাগানো হয়েছে কালো রঙের এই সব বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ছবির পাশাপাশি বিল বোর্ড, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড গুলোতে শোভা পাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, সংসদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, যুগ্ন মহাসচিব রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ ও সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, সদস্য সচিব গোলাম মোস্তফা ও যুগ্ন আহ্বায়ক আব্দুল মতিনের। সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু সাংবাদিককে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ আমাদের অহংকার ও রংপুরের গৌরব। তিনি ৯ বছর সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার শাসনামলে এদেশে কোন অভাব অনটন ছিলো না। ছিলো না কোন হত্যা, কু-সন্ত্রাস,চাঁদাবাজি ও দূর্নীতি পরায়ন রাজনীতি। তাই এরশাদের আদর্শ বুকে ধারণ করে জাতীয় ছাত্র সমাজ সহ জাতীয় পার্টিকে শক্তিশালী করে পূণরায় জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। 

পুরোনো সংবাদ

রংপুর 392345062719460182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item