পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের প্রানচাঞ্চল্যতা ফিরলো

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ঐতিয্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইয়ং স্টার ক্লাবের প্রানচাঞ্চল্যতা আবারও ফিরে এসেছে৷ করোনা ভাইরাস অাগ্রাসনের পর থেকেই লক ডাউনের  কারনে অনেকটা ঝিমিয়ে পড়েছিল সংগঠনটি৷সেই সাথে এর সহযোগি সংগঠন ‘ইয়ং স্টার গণকেন্দ্র পাঠাগার সম্পূর্ন বন্ধ ছিল। অবস্হা কিছুটা স্বাভাবিক ও লক ডাউন সিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পুনরায় এ সংগঠনটি প্রানচাঞ্চল্য ফিরে পেয়েছে এবং আবারও চালু করা হয়েছে পাঠাগারটি৷ গনকেন্দ্র পাঠাগারটি পুনরায় চালু করার সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি, সমাজসেবী ক্রীড়া সংগঠক ও নাট্যজন মো. আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বপন, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি শামসুল আলম কাজী সহ পাঠকবৃন্দ৷

পার্বতীপুর রেলওয়ে জংশনের পাশ ঘেঁষে শহরের নতুন বাজার এলাকায় মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছে ইয়ংস্টার ক্লাব ভবন। তিনতলা এই ভবনটির নীচতলায় ‘ইয়ংস্টার গণকেন্দ্র পাঠাগার’।  শীতাতাপ নিয়ন্ত্রিত এই পাঠাগারে রয়েছে প্রায় ৬ হাজারের মতো বই এবং বেশ কিছু সংবাদপত্র৷ শুক্রবার ব্যতিত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি।  সদস্য সংখ্যা মোট সাতশ জন। মানুষ জ্ঞান চর্চার জন্যে নিয়মিত এখানে আসেন৷
সুনামধন্য এই সংগঠনটির একটি শক্তিশালী নাট্যদল রয়েছে৷ দেশে বিদেশে নাটক মঞ্চায়নের মাধ্যমে প্রচুর সুনাম অর্জন করলেও বর্তমানে  নাট্য চর্চা বন্ধ রয়েছে৷

কথা হয় পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি বিশিষ্ট
সমাজসেবী  ক্রীড়া সংগঠক ও নাট্য জন  মো. আমজাদ হোসেনের সাথে তিনি জানান, অনেক মেধাবী  মানুষ থাকা সত্বেও এক সময় পার্বতীপুরে কোনো পাঠাগার ছিল না। এই পাঠাগারটি কিছুটা হলেও সে চাহিদা পূরুন করতে পেরেছে৷ এছাড়াও এই ক্লাবে ললিতকলা একাডেমি ও থিয়েটার সহ বিভিন্ন বিভাগ রয়েছে৷

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3789371814771092536

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item