হরিপুরে কবরস্থান পরিস্কারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫
https://www.obolokon24.com/2020/07/blog-post_13.html
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গুরু-ছাগল প্রবেশ ও কবরস্থান পরিস্কারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার(১৩জুলাই) সকাল অনুমান সাড়ে ১০টার সময় উপজেলার বহতী গ্রামের পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভাঙ্গা বহতী ও বড় বহতী গ্রামের তসলিমউদ্দীন (তম), মানিক, আমিনুল, নুরুল ইসলাম, মকলেস।
স্থানীয়রা ও থানা পুলিশ জানান, বহতী পরিবারিক কবরস্থানে আর্বজনা ও গুরু-ছাগল প্রবেশকে কেন্দ্র করে কবরস্থান কমিটি বাধা দিলে ভাঙ্গা বহতীর কিছু পরিবারের লোকজন, কবরস্থান কমিটি লোকজনের সাথে অশোভনীয় আচরণ করে এতে ক্ষিপ্ত হয়ে বড় বহতী ও উত্তর বহতীর লোকজন চরাও হলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংর্ঘষ হয় এতে ঘটনার স্থলে ৫জন আহত হয়।
পরে খবর পেয়ে হপিুর থানা পুলিশ ঘটনার স্থল থেকে দুই পক্ষের লোকজনকে শান্ত থাকার নির্দেশ দেন।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে যায় তবে কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।