পঞ্চগড়ে আরও ৬ জনের করোনা সনাক্ত
https://www.obolokon24.com/2020/07/Panchagar_13.html
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে নতুন করে আরও ৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর আক্রান্তর সংখ্যা হলো ১৭৬ জনের।
১২ জুলাই/২০২০ রোববার রাতে নতুন করে ৬জনের করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান।
এদিকে প্রশাসন ওই ৬ জনের করোনা সনাক্তের নমুনার রিপোর্ট পজেটিভ পাওয়ার পরপরই তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে করোনা সনাক্ত হওয়া ব্যক্তিদের গত ১০ জুলাই তাদের সবার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এমএ রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে প্রেরণ করলে ১২ জুলাই রাতে ৬ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। জানা গেছে , নতুন করে সনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ১ জন সদর উপজেলা পুলিশ লাইল এলাকার, ১ জন কলেজ রোড এলাকা ও পাটোয়ারী পাড়া এলাকায় ১ জন এবং অন্য ৩ জনের মধ্যে ১ জনের বাড়ি বোদা উপজেলায়,১ জনের বাড়ি দেবীগঞ্জ উপজেলায় ও ১ জনের বাড়ি আটোয়ারী উপজেলায়। তারা সবাই সুস্থ্য ও নিজ বাড়িতে আছেন।
তবে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তে ৪ জনের মৃত্যু হলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন।