পার্বতীপুরে নন এমপিও ৪৮৩ জন শিক্ষক কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
https://www.obolokon24.com/2020/07/Dinajpur.html
দিনাজপুরের পার্বতীপুরে নন-এমপিও নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ এবং স্কুল এন্ড কলেজের ৪৮৩ জন শিক্ষক কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, প্রধান শিক্ষক মোক্তারুল আলম, একাডেমিক সুপার ভাইজার বিভাষ চন্দ্র বর্মন প্রমুখ। উপজেলার ৪৮৩ জন শিক্ষক কর্মচারীর জন্য ১৯ লাখ ৯২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এতে শিক্ষকরা ৫ হাজার ও কর্মচারীদের জন্য ২ হাজার ৫০০ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে সরাসরি চেক দেয়া হয়েছে শিক্ষক কর্মচারীর হাতে। চেক হাতে পেয়ে তৎক্ষনিক প্রতিক্রিয়ায় শিক্ষকেরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনার মহামারীতেও নন- এমপিও শিক্ষকদের কথা মনে রেখেছেন। পরিমানে কম হলেও শিক্ষকরা মবে রাখবেন প্রধানমন্ত্রীকে। তাঁরা মনে করেন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সহসাই এমপিও ভূক্ত করে শিক্ষকদের কষ্ট দূর করবেন।