ডোমারের ভোগডাবুরী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার(৩ জুন) দুপুরে দেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদ হলরুমে সীমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক উক্ত বাজেটে ঘোষনা করেন। ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব বাজেট ৩৭ লক্ষ ৮০ হাজার ৯৪০ টাকা  এবং উন্নয়ন বাজেট ৩ কোটি ২২ লক্ষ টাকা। মোট ৩ কোটি ৫৯ লক্ষ ৮০ হাজার ৯৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট আলোচনায় বক্তব্য রাখেন, সামাজিক নিরিক্ষা কমিটির আহবায়ক আজাদুল হক প্রামানিক, ইউপি সচিব মাহববুর রহমান, যুবপ্রচেষ্টা দলের সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু, যুবপ্রচেষ্টার সদস্য জেসমিন তারিদ জুইঁ, রাজিব ইসলাম, মনিরুল ইসলাম হিমেল, জান্নাতুন মেওয়া ও জিকরুল ইসলাম। বাজেটে জানানো হয়, কৃষি ও সেচ প্রকল্প ১ লক্ষ, ভৌত অবকাঠামো ৮৫ লক্ষ, আর্থ সামাজিক অবকাঠামো ১০ লক্ষ ৫০ হাজার, ক্রিয়া ও সংস্কৃতি ৫০ হাজার, সেবা (পয়:নিষ্কাশন) ২ লক্ষ, শিক্ষা ৫ লক্ষ ৫০ হাজার, স্বাস্থ্য ৩ লক্ষ, দারিদ্র  হ্রাসকরণঃ নিরাপত্তা ও প্রাতিষ্ঠাানক সহায়তা ২ লক্ষ ১৫ হাজার, মহিলা-যুব ও শিশু উন্নয়ন ৫০ হাজার এবং দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ বাবদ ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয় উক্ত বাজেট এর মাধ্যমে। উক্ত বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সহযোগিতায় উদায়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ।///

পুরোনো সংবাদ

নীলফামারী 3384655838388166954

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item