পীরগাছায় হাঁসের বাচ্চার মাথায় শিং

পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ    

রংপুরের পীরগাছায় একটি হাঁসের বাচ্চার মাথায় শিং গজানোর উদ্ভূত ধরনের ঘটনা ঘটেছে।
পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের বড়দরগা এলাকার বাজার সংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে। আর এ খবরটি ছড়িয়ে পড়লে হাঁসের বাচ্চাটিকে একনজর দেখতে ওই বাড়িতে উৎসুক মানুষের ভিড় লেগে আছে।
সোমবার (১ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেল এমন চিত্র।
জানা গেছে, প্রায় এক মাস ৮ দিন আগে বড়দরগা বাজার সংলগ্ন আনিসুর রহমানের বাড়িতে ১৪টি হাঁসের বাচ্চা ফুটানো হয়। হাঁসের বাচ্চাগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। কিন্তু গত বৃহস্পতিবার আনিসুর রহমান খেয়াল করেন একটি হাঁসের বাচ্চার মাথায় শক্ত কিছু একটা উঠছে। বাচ্চাটি নিয়ে তিনি পাশের বড়দরগা বাজারে গিয়ে লোকজনকে দেখান।
বাজারের উপস্থিত সবাই মাথার শক্ত অংশটিকে শিং বলে জানান। গত কয়েক দিনে শক্ত অংশটি অনেকটাই বেড়েছে। বর্ধিত অংশটি অন্যান্য প্রাণীর শিংয়ের সঙ্গে হুবহু মিল রয়েছে। বর্ধিত অংশটি শক্ত হওয়ায় হাত দিয়েও বাঁকানো সম্ভব হচ্ছে না। এটি অন্যান্য প্রাণীর মতো শিং বলে উপস্থিত অনেকে মত দেন।
আনিসুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ছোট বেলা থেকে হাঁস-মুরগি পালন করছি। কিন্তু এর আগে কখনো হাঁসের মাথায় শিং গজাতে দেখিনি। তবে হাঁসের বাচ্চাটি এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রতিদিনই শতশত মানুষ বাচ্চাটিকে এক নজর দেখতে ভিড় করছে।’
স্থানীয় কল্যাণী ইউপি চেয়ারম্যান নুর আলম বলেন, হাঁসের মাথায় শিং হওয়ার খবর ছড়িয়ে পড়ায় ওই বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড় বেড়ে গেছে। তবে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁসের বাচ্চাটিকে দেখতে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ফরহাদ নোমান শিমুল জানান, এটা জিনগত রোগ। শরীরে জিনগত সমস্যার কারণে এমনটি হয়ে থাকে

পুরোনো সংবাদ

রংপুর 5657425567056179645

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item