সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছেপাগলাপীর
https://www.obolokon24.com/2020/06/rangpur.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ লকডাউন উঠে যাওয়ায় এবং শিল্প কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও হাইওয়ে সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে পূণরায় যানবাহন চালু হওয়ায় সামাজিক দূরত্ব বজার রেখে প্রাণ চাঞ্চল্য ফিওে পেয়েছে রংপুরের ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীর। জানাগেছে সম্প্রতি মরণব্যাধী রোগ করোনা ভাইরাস মোকাবেলায় গত ২৬ শে মার্চ হতে ৩১ শে মে পর্যন্ত পাগলাপীর সহ দেশজুড়ে চলে অব্যাহত লকডাউন। এর ফলে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে ও জলঢাকা-ডালিয়া-বুড়িমারী সহ পাগলাপীর বন্দরের ৫টি সড়ক সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাঁচা-পাঁকা সড়কে বাস, কোচ, ট্রাক, কার-মাইক্রো সহ দূর পাল্লার পরিবহন গুলোর চলাচল ছিল বন্ধ এবং শিল্প কল-কারখানা, শপিং কমপ্লেক্স সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে মানুষ জনের জীবন যাত্রা বিপন্ন হয়ে পরে। বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলায় অব্যাহত লকড্উানে কাজ কর্ম না থাকায় পাগলাপীর সহ অঞ্চলের খেটে খাওয়া দিনমজুর, কুলি, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের মানুষজনের জীবনযাত্রা দূর্বিষহ করে তোলে। এদিকে টানা ৬৬ দিন পর করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন উঠে যাওয়ায় শিল্প কল-কারখানা, বিআরটিসি সহ বিভিন্ন কাউন্টার এবং শপিং কমপ্লেক্স, দোকানপাট সহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা-বাণিজ্য ও যানবাহন পূণরায় চলাচলে মানুষজনের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে পরায় প্রাণ চাঞ্চল্য হয়ে উঠছে এই ব্যস্ততম বাণিজ্যিক পাগলাপীর বন্দরে ।