পঞ্চগড়ে গভীর রাতে বিস্ফোরনে যুবক আহত
https://www.obolokon24.com/2020/06/panchagar_5.html
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ
পঞ্চগড় সদর উপজেলায় গোলাম রব্বানী (২৪) নামের এক যুবক গভীর রাতে বিস্ফোরনে আহত হয়েছে।
এতে ওই যুবকের ডান হাতের বেশ কিছু অংশ ঝলছে যায়। একই সাথে ঘরের বিছানা ও মশারী পুড়ে যায়।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে।
রব্বানী ওই এলাকার আবুল খায়ের এর ছেলে। রব্বানী ঢাকায় থাকত করোনা মহামারি কারনে বাড়িতে এসেছিল।
ইউপি সদস্যসহ স্থানীয়রা জানান, গভীর রাতে বিস্ফোরনের বিকট শব্দ আর রব্বানীর আর্তনাতে লোকজন ছুটে যায় তার ঘরে। পরে তারা বিছানা ও মশারীতে আগুন দেখতে পেয়ে পরিস্থিতি সামাল দেয়। এ সময় বিস্ফোরক জাতীয় পদার্থের কিছু আলামতও পায় তারা। তবে সবার ধারণা দুর্বৃত্তরা হয়তো ঘরের জানালা দিয়ে বিস্ফোরকটি নিক্ষেপ করে।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, সম্ভবত কোন ইলেক্ট্রনিক ডিভাইস বাষ্ট হয়ে আগুন লেগেছে । তারপরও
আমরা জিজ্ঞাসাবাদের জন্য গোলাম রব্বানীসহ তার বাবাকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পঞ্চগড় সদর উপজেলায় গোলাম রব্বানী (২৪) নামের এক যুবক গভীর রাতে বিস্ফোরনে আহত হয়েছে।
এতে ওই যুবকের ডান হাতের বেশ কিছু অংশ ঝলছে যায়। একই সাথে ঘরের বিছানা ও মশারী পুড়ে যায়।
বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে।
রব্বানী ওই এলাকার আবুল খায়ের এর ছেলে। রব্বানী ঢাকায় থাকত করোনা মহামারি কারনে বাড়িতে এসেছিল।
ইউপি সদস্যসহ স্থানীয়রা জানান, গভীর রাতে বিস্ফোরনের বিকট শব্দ আর রব্বানীর আর্তনাতে লোকজন ছুটে যায় তার ঘরে। পরে তারা বিছানা ও মশারীতে আগুন দেখতে পেয়ে পরিস্থিতি সামাল দেয়। এ সময় বিস্ফোরক জাতীয় পদার্থের কিছু আলামতও পায় তারা। তবে সবার ধারণা দুর্বৃত্তরা হয়তো ঘরের জানালা দিয়ে বিস্ফোরকটি নিক্ষেপ করে।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, সম্ভবত কোন ইলেক্ট্রনিক ডিভাইস বাষ্ট হয়ে আগুন লেগেছে । তারপরও
আমরা জিজ্ঞাসাবাদের জন্য গোলাম রব্বানীসহ তার বাবাকে থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।