পাগলাপীরে হাইওয়ে সহ বিভিন্ন সড়ক এখন কৃষাণ-কৃষাণীর দখলে
https://www.obolokon24.com/2020/06/paglapir.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুরের পাগলাপীরের হাইওয়ে সহ বিভিন্ন জন গুরুত্বপূর্ণ সড়কে ধান, ভূট্টা, কাউন, খড় সহ নানা মৌসুমী ফসল শুকানোর কারণে এখন কৃষাণ-কৃষাণীরা দখল করে নিয়েছেন সড়কগুলো । এদিকে হাইওয়ে সহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর কৃষাণ-কৃষাণীরা ধান, ভূট্টা সহ নানা মৌসুমী শস্য শুকানোর কাজে ব্যবহার করায় যানবাহন সহ সাধারন মানুষজনের চলাচলে ঘটছে প্রতিনিয়ন বিঘœ। জানাগেছে সাম্প্রতি পাগলাপীরে রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে, জলঢাকা-ডালিয়-বুড়িমারী, বেতগাড়ী-গংগাচড়া ও লাহিড়ীরহাট-শ্যামপুর-বদরগঞ্জ সড়কসহ অঞ্চলের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাঁচা-পাঁকা সড়কে চলছে ধান, ভূট্টা, খড় সহ মৌসুমী নানা শস্য শুকানোর প্রতিযোগিতা। অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা ঝঁড়-বৃষ্টি সহ প্রাকৃতিক নানা দূর্যোগের কবল থেকে রক্ষা পেতে ক্ষেতের ফসল সেচ নির্ভর ইরি, বোরো ধান, ভূট্টা, কাউন, ধানের খড়, ভূট্টার গাছ সহ জমিতে চাষাবাদকৃত নানা মৌসুমী শস্য সড়ক দখল করে শুকাচ্ছেন। অঞ্চলের কৃষকরা জানান সূর্যের তাপে এইসব উৎপাদিত ফসল শুকালে ফসলের দানা ছাতা পরা, পঁচানী সহ নানা ভাইরাস থেকে ভালো তরতাজা থাকে। ্এতে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল ইচ্ছামাফিক সময় হাট-বাজারে কিংবা মহাজনদের কাছে ন্যায্য দামে বিক্রি করতে পারবে বলে তারা বিশ্বাস করেন। আর এই প্রথা পাগলাপীর অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা বাপ-দাদার আমল থেকে পালন করে চলে আসছে। তাই চলাচল পথে একটু বাঁধা বিঘœ সৃষ্টি হলেও কৃষাণ-কৃষাণীর দূরাবস্থার কথা চিন্তা করে যানবাহনের মালিক-চালকসহ সাধারন মানুষজন নিয়ম মাফিক চলাফেরা করছেন রাস্তা-ঘাটে।