ডোমারে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ
https://www.obolokon24.com/2020/06/mo.html
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ডোমার থানা এএসআই মঞ্জুরুল হোসাইন উপজেলার পাঙ্গা বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে তহিদুল ইসলামের নিকট হতে স্যামফোনি আই- ১০ ফোনসেটটি উদ্ধার করে। পরে মোবাইল সেটটির ম‚ল মালিক আব্দুস সামাদের হাতে তুলে দেয় তিনি।
প্রসঙ্গত: গত ১১ মার্চ প‚র্ব বোড়াগাড়ীর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আব্দুস সামাদ সকালে বাড়ী হতে বোড়াগাড়ী বাজার যাওয়ার পথে নিজের ব্যবহৃারিত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওই দিনেই ডোমার থানায় একটি সাধারন ডায়েরী নং- ৫৬০ দায়ের করেন আব্দুস সামাদ।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান হারিয়ে যাওয়া মোবাইল সেটটি উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মোবাইল সেটটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
নীলফামারীর ডোমারে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ডোমার থানা এএসআই মঞ্জুরুল হোসাইন উপজেলার পাঙ্গা বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে তহিদুল ইসলামের নিকট হতে স্যামফোনি আই- ১০ ফোনসেটটি উদ্ধার করে। পরে মোবাইল সেটটির ম‚ল মালিক আব্দুস সামাদের হাতে তুলে দেয় তিনি।
প্রসঙ্গত: গত ১১ মার্চ প‚র্ব বোড়াগাড়ীর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আব্দুস সামাদ সকালে বাড়ী হতে বোড়াগাড়ী বাজার যাওয়ার পথে নিজের ব্যবহৃারিত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওই দিনেই ডোমার থানায় একটি সাধারন ডায়েরী নং- ৫৬০ দায়ের করেন আব্দুস সামাদ।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান হারিয়ে যাওয়া মোবাইল সেটটি উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মোবাইল সেটটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।