পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
https://www.obolokon24.com/2020/06/death_42.html
পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে পুকুর থেকে স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। মৃত পিতা পুত্র হলেন উপজেলার পূর্ব পরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার কলেজ পড়ুয়া ছেলে সুমন মিয়া (২৫)।
পুলিশ এলাকাবাসী সুত্রে জানা যায়, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করেন। সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে সুমন পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এরপর আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে পুকুর থেকে স্থানীয়রা তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। মৃত পিতা পুত্র হলেন উপজেলার পূর্ব পরান গ্রামের আজিজার রহমান (৬০) ও তার কলেজ পড়ুয়া ছেলে সুমন মিয়া (২৫)।
পুলিশ এলাকাবাসী সুত্রে জানা যায়, আজিজার রহমান নিজেদের পুকুরে মাছ চাষ করেন। সোমবার রাত ১২টার দিকে আজিজার রহমান ও তার ছেলে সুমন পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের অন্য সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। কিন্তু রাতভর তাদের কোনো সন্ধান পাননি তারা। পরে সকালে পরিবারের লোকজন পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পান। এরপর আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।