ডোমারে "বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনতা " শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত।।

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
"জেনে বুঝে বিদেশ যাই, অর্থ,সম্মান দুটোই পাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর ডোমারে "বৈদেশিক কর্মসংস্হানের জন্য দক্ষতা ও সচেতনতা" শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।। ১৫ই জুন সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সর্দার, জিয়াউর রহমান অধ্যক্ষ টিটিসি নিলফামারী, দিলারা আজাদ ইন্সট্রাক্টর কম্পিউটার টিটিসি নিলফামারী, মাজেদুর রহমান ইন্সট্রাক্টর গণিত ও (অঃদাঃ) প্রশিক্ষন শাখা টিটিসি নিলফামারী, সহ উপজেলার সকল ইউনিয়ন  চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ ও বিভিন্ন পেশার ১ শত জন সুধী সমাজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা  তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইসতেহারে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে গড়ে ১ হাজার জনবলকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়ে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানো হবে। অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন ও তত্ত¡াবধানে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়। উলে­খ্য যে, ইতিমধ্যে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন পশ্চিম দিকে টিটিসি সেন্টারের  জায়গা নির্ধারন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অতি শিঘ্রই সেটা বাস্তবায়ন হবে বলে তারা জানান।।

পুরোনো সংবাদ

নীলফামারী 413074576781041438

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item