পাগলাপীরের আদ্দ্বীন একাডেমী এসএসসি’তে উপজেলার শীর্ষে
https://www.obolokon24.com/2020/06/Rangpur.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ সদ্য ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি’র ফল প্রকাশে রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী আদ্দ্বীন একাডেমীর শিক্ষার্থীরা মেধা তালিকা সহ শতভাগ পাস করে উপজেলার শীর্ষে। ইতিপূর্বে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি ও বৃত্তির ফলাফলেও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা তালিকা সহ শতভাগ পাস করে উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখে “শিক্ষার নগরী পাগলাপীর” এর ঐতিহ্য গৌরবোজ্জ্বল অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। জানা গেছে পাগলাপীরের ঐতিহ্যবাহী আদ্দ্বীন একাডেমীর ৮০ জন শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ ইং সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি’তে অংশগ্রহণ করে মেধা তালিকা সহ শতভাগ পাস করেছে। কৃতি শিক্ষার্থীদের ৪৫ জন জিপিএ-৫, এর মধ্যে ২০ জন্য গোল্ডেন, ৩৪জন ‘এ’ গ্রেড এবং ১জন ‘এ’ মাইন্যাস গ্রেড পেয়েছেন। অধ্যক্ষ ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জুম আলী শাহ্ এবং প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালক মোঃ শহিদুল ইসলাম অত্র প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাগলাপীর সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।