পঞ্চগড়ে নতুন ৫ জনের দেহে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৭
https://www.obolokon24.com/2020/05/panchagar_23.html
পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলায় নতুন করে আরো পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন করে চারজনের বাড়ি সদর ও দেবীগঞ্জ উপজেলায় এবং অপর একজনের বাড়ি বোদা উপজেলায়। এরা সবাই ঢাকা, গাজীপুর ও রংপুর ফেরত। এ নিয়ে পঞ্চগড়ে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৩৭ জন।
শনিবার রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে রাইজিং বিডিকে জানান, ইতোমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ প্রতিবেশি কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, করোনা সন্দেহে তাদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে শনিবার তাদের নমুনার রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫৯ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১০ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বাকীরা চিকিসাধীন রয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।