বড়পুকুরিয়া কয়লাখনির এমডি কামরুজ্জামান খান গুরতর অসুস্হ।আইসিইউতে ভর্তি


এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুজ্জামান খান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বুকে ব্যথাসহ অন্যান্য সমস্যা অনুভব করায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।বড়পুকুরিয়া কয়লাখনির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,বর্তমানে এমডি কামরুজ্জামান খান ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এ পরিস্থিতিতে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে বাইপাস অথবা হার্টে রিং পরানোর পরামর্শ দিয়েছেন৷ পারিবারিক ভাবে উন্নত চিকিৎসার জন্যে তাঁকে ঢাকায় স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে৷
২০১৯ সালের সেপ্টেম্বরে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির পরিচালন বিভাগের পরিচালকের পদ থেকে বড়পুকুরিয়ার এমডি হিসেবে যোগদান করেন কামরুজ্জামান খান৷ তাঁর ছোট ভাই কবির আহমেদ খান জানিয়েছেন  বড় ভাইয়ের বর্তমান শরীরিক অবস্থায় তাকে সড়ক পথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ। আকাশ পথে তাকে ঢাকায় নিয়ে আসা প্রয়োজন, কিন্তু নভেল করোনা ভাইরাসের কারণে অভ্যন্তরীণ ‍রুটে প্লেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে কীভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া যায়,তা নিয়ে চিন্তিত রয়েছেন তাঁর পরিবার৷ তবে তাঁকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হতে পারে বলে জানা গেছে৷
বড়পুকুরিয়া কয়লা খনির এমডি কামরুজ্জামান  খানের রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে৷

পুরোনো সংবাদ

নির্বাচিত 3353354442647981030

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item