ডোমার উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনা আক্রান্ত
https://www.obolokon24.com/2020/05/Corona%20_31.html
নিজস্ব প্রতিনিধি -শনিবার (৩০ মে ) নীলফামারীর ডোমার উপজেলায় ৪ বছরের শিশুসহ নতুন করে আরো ৮ জন করোনা আক্রান্ত।
উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের
ক্লিনিক পাড়া ১, মুন্সি পাড়া-১ জন, গোমনাতী ইউনিয়নের মাঝাপাড়া -১ জন,ডোমার ইউনিয়নের নাউয়াপাড়া -১ জন,চিকনমাটী পাঠান পাড়ায় -২ জন, চিকনমাটী সওদাগর পাড়ায় -১ জন,ছোটরাউতা গোডাউন পাড়ায় -১ জন। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করে । এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, গত ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনিস্টিউট অব ল্যাবরেটরি মেডিসিন এণ্ড রেফারেল সেন্টারে পাঠানো হলে শনিবার সন্ধ্যায় উপজেলায় ৬ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে চিকনমাটি এলাকার ৪ বছরের এক ছেলে শিশু রয়েছে। অপরদিকে দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষায় রাতে ভোগডাবুরি ইউনিয়ন এর দুইজনের করোনা পজিটিভ আসে।