ঠাকুরগাঁও এ চাল বেশি দামে বিক্রি করায় জরিমানা


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বড় খোচাবাড়ী বাজারে চাল বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়িকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বুধবার বাজারের চাল ব্যবসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, বড় খোচাবাড়ী বাজারে রবিউল নামে ওই ব্যবসায়ি অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বেশি দামে ক্রয়ের কোন প্রকার রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়। এ সময় রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোর্তুজা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোন ব্যবসায়ি জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2208664996372576969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item