জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড কমিটি
https://www.obolokon24.com/2020/03/nilphamari_50.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা এবং করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর জলঢাকা উপজেলায় ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মেজবাহুর প্রধান, ডাঃ মাহফুজুল হন সেনিন, ডাঃ আরিফ হাসনাত, ডাঃ মাহবুব হোসেন ও ডাঃ তৈয়ব আলীসহ সকল চিকিৎসকগন। এসময় প্রধান অতিথি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, এলাকার গন্যমাণ্য ব্যাক্তি ও গ্রাম পুলিশদের নিয়ে কমিটি গঠনের আহবান জানান। তিনি আরো বলেন, এসব কমিটির সদস্যগন বিদেশ ফেরত ব্যাক্তি ও এরকম উপসর্গ থাকে এমন ব্যাক্তির তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরন করবে। এছাড়াও তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। উপজেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও মাঠকর্মী গন উপস্থিত ছিলেন।