জলঢাকায় জাতীয় ভোটার দিবস বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ জিকরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোঃ মাহফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন বলেন সারা বছর জুড়ে যেকোন মানুষ ভোটার হতে পারবেন। এছাড়াও যাদের ভোটার তালিকায় নাম আসেনি তারাও নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবেন। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাহাদুর  উপজেলার ভোটার হওয়ার যোগ্য সকল জনসাধারন কে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহবান জানান। র‍্যালি ও সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারি, শিক্ষক, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5052095209607525424

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item