নীলফামারীতে পিকআপের ধাক্কায় উত্তরা ইপিজেডের চার নারী শ্রমিক আহত
https://www.obolokon24.com/2020/03/nilphamari_19.html
নীলফামারী প্রতিনিধি ১৮ মার্চ॥ পিকআপের ধাক্কায় চার নারী শ্রমিক আহত হয়েছেন। এরা সবাই নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত। আজ বুধবার(১৮ মার্চ/২০২০) সকাল সাড়ে ৬টায় নীলফামারী-জলঢাকা সড়কের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকায় জলঢাকাগামী একটি পিকআপের সাথে ইপিজেড গামী ইজি-বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজিবাইকের চার নারী যাত্রী আহত হয়।
এরা হলেন এভারগ্রিন (পরচুলা) বিডি লিমিটেডের তারা মনি আইডি নং-৯৪৩০৪, মনিরা আকতার মনি আইডি নং-৬০২৫১, রাবেয়া বেগম আইডি নং-২১৯৫০ ও মার্জেন (চশমা) কারখানার নারী শ্রমিক লাইজু বেগম আইডি নং-৫৩০৪৩। তাদের সকলের বাড়ী নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাশেদুজ্জান জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চারজন নারী ভর্তি হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।#
এরা হলেন এভারগ্রিন (পরচুলা) বিডি লিমিটেডের তারা মনি আইডি নং-৯৪৩০৪, মনিরা আকতার মনি আইডি নং-৬০২৫১, রাবেয়া বেগম আইডি নং-২১৯৫০ ও মার্জেন (চশমা) কারখানার নারী শ্রমিক লাইজু বেগম আইডি নং-৫৩০৪৩। তাদের সকলের বাড়ী নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাশেদুজ্জান জানান, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চারজন নারী ভর্তি হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।#