জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে পরিবার পরিকল্পনা অফিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মুজিববর্ষ পালন ও করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহজাহান আলী। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজার রহমান পাটোয়ারি। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি উপ-পরিচালক রিভা প্রমুখ। এসময় প্রধান অতিথি সরকারি নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের কথা বলেন। এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতি আহবান জানান। পরে তিনি গ্রামীন মানুষকে পরিবার পরিকল্পনা সম্পর্কে আরো বেশি করে সচেতন করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।  উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত সকল কর্মকর্তা, মাঠকর্মী ও কর্মচারি উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1780105880401992979

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item