পাগলাপীরে অগ্নিকান্ডে ৩ ক্ষতিগ্রস্থ পরিবারে চেয়ারম্যান ইকবাল হোসেনের নগদ অনুদান
https://www.obolokon24.com/2020/03/fire_18.html
হাবিবুর রহমান সেলিম, পাগলাপীরঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর খোদ্দাপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি পরিবার ঘর-বাড়ি সহায় সম্বল আগুনে পুড়ে নিঃস্ব সর্বশান্ত হলেন। মঙ্গলবার ১৭ই মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থরা হলেন শ্রী কানছিয়া বর্ম্মনের পুত্র খোকন চন্দ্র রায়, ধীরেন্দ্র রায়ের পুত্র অতুল চন্দ্র রায় ও পুণ্য মহন্তের পুত্র নগদ্বীপ মহন্ত। ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি পরিবারের ১২টি টিনের ঘর, চালা ও রান্নাঘর, ঘরের আসবাবপত্র, সোনা-গহনা, নগদ অর্থ সহ প্রায় দশ লক্ষ টাকা আগুনে পুড়ে ছাঁই হয়েছে, এর মধ্যে একটি পূজা মন্ডবও রয়েছে। এদের মধ্যে খোকন চন্দ্র রায়ের ৫লক্ষ টাকা, অতুল চন্দ্র রায়ের আড়াই লক্ষ টাকা, নগদ্বীপের ২লক্ষ টাকা ক্ষতির শিকার হন। পরে তারাগঞ্জ থানা ফায়ার সার্ভিস স্টেশন এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টায় অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ৩ পরিবারের মাঝে এক বস্তা করে চাল, লঙ্গী, ধূতি, শাড়ী, কম্বল, মশারি ও শুকনা খাবার , এবং নগদ অর্থ প্রদান করেন। সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ক্ষতিগ্রস্থদের মনোবল শক্ত করে ধৈর্য করতে বলেন এবং তাদেরকে পুনঃবার্সনের জন্য সরকার ও পরিষদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য তিনি সবাইকে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য চান মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগম সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।