জাতীয় জরুরী ৯৯৯এ কল শ্লীলতাহানী থেকে রক্ষাপেল ডোমারের এক নারী। আটক ১
https://www.obolokon24.com/2020/03/domar_14.html
ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে ডোমার থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে শ্লীলতাহানী থেকে রক্ষাপেল এক নারী(২৪)। তিনি তিন সন্তানের জননী ও নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। মামলা সুত্রে জানাযায়,পারভীন আক্তার বাড়ীর সাথে লাগানো একটি ছোট গোলামালের দোকান করে আসছে এবং তার স্বামী ঢাকায় রিক্সা চালায়। পারভীন আক্তার যখন দোকানে থাকে প্রায় সময় এসে রবিউল ইসলাম ভুট্টু তাকে কু-প্রস্তাব দিতো। রবিউল ইসলাম ভুট্টু(৫০) উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। তার কু-প্রস্তাবে রাজি না হলে গত বৃহষ্পতিবার রাতে রবিউল ইসলাম ভুট্টু জোর করে শ্লীলতাহানী ঘটানোর চেষ্টা করে। তার চিৎকারে বাড়ীর লোকজন দৌড়ে এসে রবিউল ইসলাম ভুট্টুকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে দ্রুত ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে এসে রবিউল ইসলামকে আটক করে। এ বিষয়ে পারভীন আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।ডোমার থানায় মামলা নং-৫।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,শ্লীলতাহানীর ঘটনায় আসামী রবিউল ইসলাম ভুট্টুকে শুক্রবার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,শ্লীলতাহানীর ঘটনায় আসামী রবিউল ইসলাম ভুট্টুকে শুক্রবার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।