চিলাহাটিতে ৮টি ভারতীয় চোরাই গরু জব্দ
https://www.obolokon24.com/2020/03/chilahati.html
এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে অবৈধভাবে আসা ভারতীয় ৮টি গরু জব্দ করেছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১ টার দিকে ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত এলাকার জুয়েল ইসলামের বাড়ি থেকে গরুগুলো জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা জায়, আজ মধ্যরাতে ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সব্দিগঞ্জ ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে ৮টি গরু নিয়ে এসে ঐ এলাকার আমিনুল ইসলামের পুত্র জুয়েলের বাড়িতে রাখে চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুরল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এসময় পাথর জুয়েলসহ কয়েকজন পালিয়ে যায়। বাড়িতে অবস্থান করা জুয়েলের মা জিন্না বেগম জানান, সকালে ইব্রাহীম, ফটিক, শাহিন ও মাছ বাবলু গরুগুলো আমাদের বাড়িতে রেখে যায়। রাতে গরুগুলো তাদের নিয়ে যাওয়ার কথা রয়েছে।
ওই এলাকাবাসী জানান, ভারতীয় সীমান্ত ৭৭৯ ও ৭৮০ নম্বর পিলারের মাঝ দিয়ে তাঁরকাটা না থাকায় রাতের বেলায় প্রতিদিন অবৈধভাবে শত শত ভারতীয় গরু চোরাকারবারীরা নিয়ে আসে। জুয়েল সহ ইব্রাহীম, ফটিক, শাহিন ও মাছ বাবলু প্রায় অর্ধশত মানুষের একটি সিন্ডিকেট রয়েছে। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুরল ইসলাম জানান,জানান,জুয়েলকে গ্রেফতার করা হলে চোরাকারবারীদের নাম বেরিয়ে আসবে, বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।