জলঢাকায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/03/Jaldhaka_15.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল গফুর,ডাঃ মাহফুজুল হক সেনিন, ডাঃ ইশরাত জাহান, ডাঃ মাহবুব হোসেন, ডাঃ আরিফ হাসনাত, উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, গোলমুণ্ডা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ মেসবাহুর রহমান প্রধান। ক্যাম্পেইন সম্পর্কে ডাঃ মাহবুব হামান জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ১লাখ শিশুকে হাম টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত এবং ২য় পর্যায়ে কমিউনিটি পর্যায়ে ২৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর জানান, হাম রোগের বিস্তার বন্ধ করার লক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিবার মন্ত্রনালয় দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনায় সিদ্ধান্ত নিয়েছে। এসময় তিনি এই ক্যাম্পেইন সফল করতে সকল শিশুর এমআর ( হাম-রুবেলা) টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহবান জানান। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে পরিষ্কার পরিছন্ন থাকতে এবং জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যবিভাগের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা কর্মচারি, শিক্ষক, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।